৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিপ্লব ও সংহতি দিবস পালনে পটুয়াখালী ভার্সিটিতে, প্রস্তুতিমূলক সভা

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে পবিপ্রবি’র ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে অদ্য সকাল ১০টায় এক প্রস্তুতিমূলক সভা বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউট্যাব পবিপ্রবি ইউনিট সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মামুন অর রশিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউট্যাব সাধারণ সম্পাদক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান,নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর মো: শহিদুল ইসলাম, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড.মো: খোকন হোসেন, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড.মো: কবিরুল ইসলাম, এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মো: মাসুদুর রহমান, এগ্রিকালচার ক্যামেস্ট্রি বিভাগের প্রফেসর ড.মো: মো:নিজাম উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,আরটিসির উপ-পরিচালক মো: জাহিদ আল মামুন,জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো: আবুবকর সিদ্দিক,সাধারণ সম্পাদক হাচিব মোহাম্মদ তুষার, ছাএদল পবিপ্রবি শাখা সভাপতি সোহেল রানা জনি,ছাএদল নেতা আব্দুল্লাহ আল নাহিদ, কর্মচারী প্রতিনিধি মো: মাহবুবুর রহমান,প্রমুখ নেতৃবৃন্দ।

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top