৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ধানক্ষেতে ব্যবসায়ী জহুরলের মরদেহ উদ্ধার

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে তালুকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম ওই এলাকার মৃত সোবহান আলীর জামাতা। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন এবং পেশায় বেকারী ব্যবসায়ী ছিলেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তিনি আরও জানান দ্রুত সময়ের মধ্যেই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top