মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
” মাদক ছাড়ি খেলা ধরি ”— এই শ্লোগানকে মনের মাঝে ধারণ করে রাজবাড়ীর সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের বাণীবহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে প্রয়াত হাবিবর বহমান (হবি) চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত বাণীবাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “চেয়ারম্যান হাবিবর রহমান (হবি) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” পরিচালনা কমিটির আয়োজনে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণীবহ বাজার বণিক সমিতির সভাপতি ও প্রয়াত চেয়ারম্যান হাবিবর বহমানের সুযোগ্য সন্তান মোঃ মোরশেদ আলম। বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুর রজ্জাক ব্যাপারী, সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ফজলুল হক, নিহার রঞ্জন ঘোষ সহ
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষকগণ, বাণীবহ বাজার পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন এলাকা থেকে আসা ফুটবল প্রিয় মানুষ।
হবি চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় অংশগ্রহণকারী দল দু’টি হলো, আহলাদিপুর ফুটবল একাদশ বনাম মুলঘর ফুটবল একাদশ।
খেলায় আহলাদিপুর ফুটবল একাদশের পক্ষে ক্রীড়া নৈপুণ্য দেখান, আসিফ, দিপু, শাকিল, বাবু, জুয়েল, শুপেন, হাসান, কামরুল, জিহাদ, পিয়াস, হৃদয়, মুসা, শামীম, শিহাব ও রিয়াদ।
এবং মুলঘর ফুটবল একাদশের পক্ষে ক্রীড়া নৈপুণ্য দেখান, আশিস, সাব্বির, নাজমুল, সিয়াম, রিফাত, সোহাগ, মাফুজ, সাইফুল, পাপ্পু, ইমন, শামীম ও রাব্বি।
প্রধান অতিথি হিসেবে খেলার সার্বিক সহযোগিতাকারী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মোরশেদ আলম তার বক্তব্যে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে এরকম টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ফুটবল আমাদের ঐতিহ্য, এই খেলাকে জনপ্রিয় করতে আমাদের এমন আয়োজন সবসময় থাকবে। যুবসমাজকে বিপথগামী হওয়ার হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। আর আমাদের দেশের প্রিয় খেলাই হচ্ছে ফুটবল। স্থানীয় যুবসমাজ ও ফুটবল প্রেমী বন্ধুদের সাথে আলোচনা করে খেলাটি গত ০২ নভেম্বর থেকে শুরু করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে সুন্দরভাবে এটি সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ।
খেলার আয়োজক কমিটির সহযোগী শ্রী নিতাই পাল বলেন, “যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প কিছু নাই। এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণরা যেমন আনন্দ পাবে, তেমনি সমাজে ঐক্য, সম্প্রীতি ও ইতিবাচক ধারা প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি।”
খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশনের অনুমোদিত রেফারি “মোঃ নুরুল ইসলাম নরু , সহকারী রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন, “মোঃ আলী মুনসুর ও মোঃ আবু বক্কার।”
খেলায় মুলঘর ফুটবল একাদশকে ০৪ – ০১ গোলে পরাজিত করে আহলাদিপুর ফুটবল একাদশ বিজয় অর্জন করেন।