নিয়াজ,মহেশখালী প্রতিনিধি :
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালারমারছড়া আদর্শ দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) ২০০৯ এর ৩৯ প্রবিধান মালা অনুযায়ী কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ দাখিল মাদরাসার ৬ মাসের জন্য মাদরাসা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্টার প্রশাসন প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক প্রজ্ঞাপনে এ এডহক কমিটি অনুমোদন করেন।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন, সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ ওসমান গণি, অভিভাবক সদস্য মাদরাসা (দাখিল-২০০৫)১০০ শতাংশ পাশের গৌরবময় ছাত্র এম. আব্দুস সাত্তার এবং সদস্য সচিব মাদরাসার সুপার মোহাম্মদ ইব্রাহীম।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাস্টার আবুল কালাম আজাদের বড় ছেলে। কালারমার ছড়া আদর্শ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য জালাল উদ্দিন মেম্বারের জামাতা।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম কালারমারছড়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এসএসসি পাস করেন। তিনি কালারমারছড়া আদর্শ দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় এলাকার সর্বস্তরের অভিভাবক, মাদরাসার শিক্ষক কর্মচারীসহ সকলে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।