৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে আসছেন না জাকির নায়েক, অনুমতি দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিনিধি:

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে ব্যাপক আলোচনা হলেও শেষ পর্যন্ত তার ঢাকায় আসা হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে দেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় তার দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল বলে সূত্র জানিয়েছে।

তবে জাকির নায়েকের আগমনকে ঘিরে বিপুল জনসমাগমের আশঙ্কা করা হয়, যা নিয়ন্ত্রণে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে হতো। বর্তমানে নির্বাচন সামনে রেখে পর্যাপ্ত সদস্য মোতায়েনের সুযোগ নেই বলেই তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top