জাহেদুল ইসলাম আল রাইয়ান:
মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২০২৫ সালের ২৭ অক্টোবর, রোববার, কায়রোর নসর সিটিতে অবস্থিত আল-আযহার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের কুল্লিয়াতুত তারবিয়া কনফারেন্স হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আযহার বিশ্ববিদ্যালয়সহ মিশরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীবৃন্দ। পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, নেপাল, কম্বোডিয়াসহ মোট ১২টি দেশের ছাত্রসংসদের প্রতিনিধিরা এবং সংগঠনের প্রাক্তন নেতৃবৃন্দও অংশ নেন।
শপথ পাঠ করান আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন আজহারী। তিনি নতুন নেতৃত্বকে দায়িত্বশীলভাবে সংগঠন পরিচালনার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের জন্য দোয়া করেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা করতালির মধ্য দিয়ে নতুন কমিটিকে অভিনন্দন জানান।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুমানুল কারিম, সহসভাপতি দেলোয়ার মাহমুদ খান মিল্কী, এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবছার উদ্দীন নাঈমী। এছাড়াও নতুন কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়।
২০০৫ সালে প্রতিষ্ঠিত ‘ইত্তিহাদ’ মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্য, কল্যাণ, শান্তি ও শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে কাজ করে আসছে। বর্তমানে আল-আযহার বিশ্ববিদ্যালয়সহ মিশরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তিন হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে, যাদের বড় একটি অংশ সরাসরি ইত্তিহাদের সঙ্গে যুক্ত।
সংগঠনটি কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে এবং শিক্ষার্থীদের প্রশাসনিক, আইনি ও একাডেমিক সহায়তা প্রদান করে থাকে। পাশাপাশি তারা নিয়মিতভাবে শিক্ষা বিষয়ক কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, রমজানে ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনীসহ নানা সামাজিক ও ধর্মীয় কার্যক্রম আয়োজন করে থাকে।
বাংলাদেশি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আল-আযহার বিশ্ববিদ্যালয়ে নিজেদের মেধা ও সাফল্যের পরিচয় রেখে আসছে। বিশ্বের প্রায় ১৪৭টি দেশের শিক্ষার্থীদের মধ্যে একাধিকবার বাংলাদেশি শিক্ষার্থীরা সেরা ফলাফল অর্জন করেছে, যা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে গৌরবের বিষয়।
সম্প্রতি ডি-এইট সম্মেলনে অংশ নিতে কায়রো সফরকালে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস মিশরের সরকারি মহলে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা শুনেছেন। তাঁর ঐতিহাসিক আল-আযহার বিশ্ববিদ্যালয় সফরের সময় অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘ইত্তিহাদ’।
মিশরে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রত্যাশা নতুন নেতৃত্ব আগামীতেও সংগঠনের ঐক্য, সেবা ও নেতৃত্বের ঐতিহ্য বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।
কায়রোর আকাশে সেদিন যেন একটাই উচ্চারণ প্রতিধ্বনিত হচ্ছিল “আমরা বাংলাদেশি, আমরা ঐক্যবদ্ধ।”
লেখক কলামিস্ট, শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো,মিশর