মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বঞ্চিত প্রার্থীর বাড়ীতে দেখা করতে ছুটে যান বিএনপির মনোনীত এমপি প্রার্থী নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুল আজিজ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সমর্থিত দলীয় নেতাকর্মীদের নিয়ে বঞ্চিত প্রার্থী আবু হেনা মস্তফা কামাল রঞ্জুর বাড়ীতে যান তিনি।
মনোনিত এমপি প্রার্থী বাড়ীর গেটে কেয়ারটেকারকে জিজ্ঞাসা করতেই তিনি বলেন রঞ্জু সাহেব বাড়ীতে নেই। ভোরের দিকে বগুড়া শহরে গিয়েছেন। এসময় তিনি বাড়ীর গেট থেকে মুঠোফোনে বার বার তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। তবে তিনি তার ফোন রিসিভ করেননি। গত সোমবার সন্ধ্যায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির জরুরী সংবাদ সম্মেলনে অন্যান্য প্রার্থীদের সঙ্গে আব্দল আজিজের নাম ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণায় নাম প্রকাশের পরপর ফোন দিয়ে বঞ্চিত প্রার্থীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন ঘোষিত এমপি প্রার্থী আব্দুল আজিজ। ফোন রিসিভ না করায় সোমবার সকালে নিজে তাঁর সমর্থিত নেতাকর্মীদের নিয়ে বঞ্চিত প্রার্থীর বাড়ীতে দেখা করতে যান। এবিষয়ে বক্তব্য নিতে মোঠোফোনে বঞ্চিত এমপি প্রার্থী রঞ্জুর সাথে যোগাযোগ করার করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন না।
ঘোষিত বিএনপির এমপি প্রার্থী আব্দুল আজিজ বলেন, তাঁর নাম প্রকাশে আসার পর থেকেই তিনি বঞ্চিত প্রার্থীর যোগাযোগে একাধিক বার ফোন দিয়েছি। অথচ জানি না কেন তিনি আমার ফোন রিসিভ করেননি। ঘোষিত রাতেই আমি দেখার করার জন্য চার সদস্যের কমিটি গঠন করে তাঁর বাড়ীতে আমার বার্তা পৌঁছে দেই। চার সদস্যের কমিটির নিকট হতে জানতে পারি, তিনি আমার সাথে দেখা করতে চান না।
পরে আমি মঙ্গলবার সকালের দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তাঁর বাড়ীতে যাই। সেখানে গিয়ে জানতে পারি তিনি সেখানে গিয়ে বিফলে ফিরে আসি। আমি বিফল হওয়ার বান্দা নই, বার বার তার সাথে যোগাযোগে করার চেষ্টা করব। কেননা দলের নির্দেশনা আমাকে পালন করতেই হবে।