৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বিষয়ক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহসভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহসভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহসভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, কৃষক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, উপজেলা মহিলাদলের সভানেত্রী লীনা পারভীন, ও জিয়া মঞ্চ কাঠালিয়া উপজেলার সভাপতি এইচ এম বাদল প্রমুখ।

সভায় গোলাম আজম সৈকত বলেন, “তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা। ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়।”

অন্যান্য বক্তারা বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে দেশের মানুষ একনায়কতন্ত্রের অবসান ঘটাবে। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top