৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ৩৭টি রুগ্ন ঘোড়া ও ৫ মণ ঘোড়ার মাংস উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৩৭টি রুগ্ন ঘোড়া এবং ৫ মণ ঘোড়ার মাংস উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে নিষিদ্ধ ঘোড়া জবাইয়ের খবর পেয়ে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শফিকুল ইসলাম বাইরে থেকে তালা মেরে ঘোড়া জবাই করছিলেন। অভিযান চালিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে কাউকে পাওয়া যায়নি। তবে সেখান থেকে ৩৭টি অসুস্থ জীবিত ঘোড়া এবং ৫ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়। দীর্ঘ এক বছর ধরে ওই এলাকায় গোপনে ঘোড়ার মাংস বিক্রি চলছিল বলে জানা গেছে। একাধিকবার অভিযান চালানো হলেও পুনরায় তারা গোপনে এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছিল।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ বলেন, “জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা না গেলেও উদ্ধার হওয়া ঘোড়া ও মাংস স্থানীয় এক ব্যক্তির কাছে রাখা হয়েছে। আগামীকাল সকালে এগুলো গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।”

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন ডা. হারুন রোমান জানান, “উদ্ধার করা ঘোড়াগুলোর অধিকাংশই রুগ্ন, আর ঘোড়ার মাংসে টক্সিন রয়েছে যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।” তিনি সকলকে ঘোড়ার মাংস কেনা ও খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top