৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায়, অপরিকল্পিত নগরায়নে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শহরে অপরিকল্পিত নগরায়নের কারণে নষ্ট হচ্ছে শহরের নান্দনিকতা ও বাজারের শৃঙ্খলা। যত্রতত্রভাবে গড়ে ওঠা দোকানপাট ও ভবনের কারণে শহরের ব্যবসায়িক এলাকা ও আবাসিক এলাকার সৌন্দর্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পিরতলা বাজারে একই সারিতে বিভিন্ন পণ্যের দোকান স্থাপনের কারণে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই ভোগান্তি বেড়েছে। মেইন সড়ক, দ্বিতীয় ও তৃতীয় এবং চতুর্থ গলিতে গড়ে ওঠা দোকানগুলোতে কোনো ধরণের পরিকল্পনা বা শ্রেণিবিন্যাস নেই। কাপড়, মুদি, ফার্মেসি, হার্ডওয়ার, কসমেটিকস কিংবা স্বর্ণকার-সব ধরনের দোকানই ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছে। এতে ক্রেতাদের নির্দিষ্ট পণ্য খুঁজে পেতে পুরো বাজার ঘুরতে হচ্ছে, সময় ও শ্রম উভয়ই নষ্ট হচ্ছে।স্থানীয় ক্রেতা আবদুল মানান হাওলাদার বলেন, আগে বাজারে এক জায়গায় কাপড়ের দোকান থাকত, এখন সবকিছু এলোমেলো। এক দোকান থেকে অন্য দোকানে যাওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। একই অভিযোগ জানালেন ব্যবসায়ী সোহেল হোসেন। তিনি বলেন, নির্দিষ্ট পট্টি না থাকায় ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে। পরিকল্পনা ছাড়া দোকান গড়ে তোলায় বাজারের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে।

শুধু বাণিজ্যিক এলাকাই নয়, আবাসিক এলাকাতেও চলছে একই চিত্র। শহরের বিভিন্ন এলাকায় যার যার মতো করে গড়ে তোলা হচ্ছে ভবন ও বসতবাড়ি। কোনো বিল্ডিং কোড বা নির্মাণবিধি না মানায় বাড়িগুলোর উচ্চতা ও নকশায় দেখা দিয়েছে চরম বৈচিত্র্য। ফলে পুরো শহরজুড়ে তৈরি হয়েছে এক বিশৃঙ্খল নগরচিত্র।

স্থানীয় সচেতন মহল বলছে, দুমকিতে কোনো নগর পরিকল্পনা সংস্থা বা পৌর কর্তৃপক্ষ না থাকায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। তারা মনে করেন, এখনই যদি একটি সুনির্দিষ্ট নগরায়ন পরিকল্পনা না নেওয়া হয়, তবে দুমকি অচিরেই এলোমেলো ও অগোছালো এক বাণিজ্যিক এলাকায় পরিণত হবে।

সংশ্লিষ্টরা তাই দাবি করেছেন, বাজার ও আবাসিক এলাকা পৃথকভাবে পরিকল্পনা করে দোকান ও ভবন নির্মাণের অনুমতি দেওয়ার পাশাপাশি দ্রুত বিল্ডিং কোড ও নগর উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা জরুরি। এতে যেমন শহরের সৌন্দর্য রক্ষা পাবে, তেমনি নাগরিক ভোগান্তিও কমে আসবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top