সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোফাজ্জল হোসেন মোফা শাজাহানপুর উপজেলার খালিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। জানা যায় ওই এলাকায় মোফাজ্জল হোসেনে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায় মোফাজ্জল হোসেন মোফা তিনি একজন অটোচালক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।