৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেরোবিতে রূপালী ব্যাংকের গৃহনির্মাণ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ রুপালী ব্যাংক পিএলসি-এর কর্পোরেট গ্যারান্টির বিপরীতে হোলসেল সাধারণ গৃহনির্মাণ (আবাসিক) ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (০৫ নভেম্বর, ২০২৫) সকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের মাঝে গৃহনির্মাণ ঋণের চেক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, রূপালী ব্যাংকের এই উদ্যোগ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনবে। নিজস্ব আবাসন গড়ে তোলার স্বপ্ন পূরণে এ ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী ও স্থিতিশীল করার লক্ষ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উপাচার্য আরও বলেন, বেরোবির প্রশাসন সবসময় কর্মচারীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। রূপালী ব্যাংকের এই অংশীদারিত্ব বিশ্ববিদ্যালয় ও ব্যাংক উভয়ের জন্যই একটি সফল উদাহরণ হবে।

উল্লেখ্য, রূপালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে প্রথম ধাপে আজ ১২ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মাঝে গৃহনির্মাণ ঋণ বিতরণ করা হয়। ধাপে ধাপে আরও অনেক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্জামান, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, রূপালী ব্যাংক রংপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ আব্দুল মোতালেব হোসেন প্রামানিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top