নিজস্ব প্রতিনিধি:
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েই আলোচনায় এসেছে। এবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী ১০ বছরের মধ্যেই তারা ক্ষমতায় যেতে চান। সেই লক্ষ্য পূরণ না হলে রাজনীতি থেকে সরে দাঁড়াবে এনসিপি।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি। আমি বিশ্বাস করি, এই সময়ের মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব এবং সরকার গঠন করব।”
জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা এই দল রাজনীতিতে নেমেছে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে—এ কথা স্পষ্ট করে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা রাজনীতিতে আসার শুরু থেকেই সামষ্টিক ধারণায় বিশ্বাস করেছি। ব্যক্তিগত লাভ বা পদ-পদবির চিন্তা নয়, বরং মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্যই কাজ করছি। তাছাড়া অনেকের আত্মত্যাগ জড়িত এই আন্দোলনের সঙ্গে, তাই আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই রাজনীতিতে নেমেছি।”
তবে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনারও একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “১০ বছরের মধ্যে যদি ক্ষমতায় যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করব না। এই সময়ের মধ্যেই আমি চাই এনসিপি একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হোক, সরকার গঠন করুক এবং জনগণকে সত্যিকার অর্থে ক্ষমতায়িত করুক।”