৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আন্দোলনরত আট দলের ৫ দাবিতে ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা —

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত আট দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণের দায়িত্বে থাকলেও তাদের দাবি ছিল সরাসরি প্রধান উপদেষ্টার কাছেই স্মারকলিপি দেওয়া। পরবর্তীতে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন। আট দলের শীর্ষ নেতারা আদিলুর রহমানের সঙ্গে আলোচনা করে তাদের দাবিগুলো তুলে ধরেন। শিল্প উপদেষ্টা এ দাবিগুলোর সঙ্গে দ্বিমত পোষণ করেননি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, “সরকারকে আমরা সতর্ক করে দিচ্ছি— ১১ তারিখে ঢাকায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হওয়ার আগেই আমাদের পাঁচ দাবির প্রতি সম্মান দেখিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, না হলে ঢাকার পরিস্থিতি ভিন্ন হবে।”

এর আগে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। ১০ তারিখের মধ্যে দাবি না মানলে ১১ তারিখে ঢাকাকে অচল করে দেওয়া হবে। গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হবে না, প্রয়োজনে নির্বাচন দুই মাস পিছিয়ে দেওয়া হোক।”

এ সময় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top