মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিষধর সাপ রাসেল ভাইপারের ছোবলে বাদশা শেখ (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল ৬ টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা শেখ ওই এলাকার মনির উদ্দিন শেখের ছেলে।
নিহতের ভগ্নিপতি মোঃ মিলন খোকন শেখ জানান, সকালে বাড়ির পাশের খালে কচুরিপানা পরিষ্কার করতে নামলে হঠাৎ রাসেল ভাইপার সাপ বাদশাকে কামড় দেয়। সাথে তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে বাদশা শেখ নিজেই নিকটস্থ এক কবিরাজের শরণাপন্ন হন। সেখানে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে মোটরসাইকেলে করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রতনদিয়া ই উনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, আমার ইউনিয়নের বাদশা শেখ নামের এক ব্যক্তি সাপে কামড়ে মারা গেছেন। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত বাদশা ছিলেন এলাকায় একজন পরিশ্রমী ও সদালাপী ব্যক্তি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় একাধিকবার রাসেল ভাইপার দেখা গেছে, যা গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে।