৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রিপেইড মিটার বন্ধ ও মামলা প্রত্যাহার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

ঈশ্বরদীতে বেঁধে দেওয়া সময় সূচির মধ্যে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল ও মামলা প্রত্যাহার না হওয়ায় আবারও আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে ‘সম্মিলিত নাগরিক জোটের’ ব্যানার স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা বিস্তারিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে ঈশ্বরদীবাসীর অংশগ্রহনে প্রতীক অনশন, স্মারকলিপি হস্তান্তর এবং উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা। এ লক্ষ্যে ১০ নভেম্বর রোববার ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জ্বালানি উপদেষ্টা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারক লিপি প্রদান করা হবে। এরপর ওইদিনই অনশন কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করা হবে জোটের পক্ষ থেকে। এছাড়াও দাবি মানা না হলে পর্যায়ক্রমে আরও কঠিন কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয় সভা থেকে। সব কর্মসূচিই পালন করা হবে শান্তিপূর্ণ ভাবে।

সম্মিলিত নাগরিক জোটের সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সদস্য সচিব আশিকুর রহমান লুলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, বর্তমান সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, নোঙর সংগঠনের মূখ্য সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামান, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহবুবুল হক, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, মহিলা কলেজ পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান পাতা, ঈশ্বরদী প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, অনলাইন প্রেসক্লাব সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, সুলতান মাহমুদ খান বিদ্যুৎ, যুব কল্যাণ সমিতির সাইফুদ্দিন স্বপন, আহসান হাবিব, মোয়াজ বিন মাহমুদসহ অনেকেই।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top