৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নীলফামারী জেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭১ সদস্যের এ কমিটি আগামী ছয় মাসের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয় (বঙ্গমাতা বেগম রোশনার ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা) থেকে প্রেরিত স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘোষিত কমিটিতে মো. আব্দুল মজিদকে আহ্বায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শামসুল হক শাহ ও অ্যাডভোকেট নূর মোহাম্মদসহ একাধিক নেতা।

কমিটিতে সদস্যসচিব করা হয়েছে ডা. মো. কামরুল ইসলাম (দর্পণ)-কে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মো. আতাউরজ্জামান খান। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন রেজাউল করিম রাজু, মো. গোলাম মোস্তফা কামাল ও জাহাঙ্গীর চৌধুরীসহ আরও কয়েকজন।

এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সেল যেমন—সংগঠন, দপ্তর, মুক্তিযুদ্ধ বিষয়ক, গণসংযোগ, আইন ও গবেষণা সেলে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নামও অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যেই এই কমিটি ঘোষণা করা হয়েছে। আসন্ন রাজনৈতিক কার্যক্রম, সদস্য সংগ্রহ ও সাংগঠনিক বিস্তারেও নতুন কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় নেতারা বলেছেন—দেশব্যাপী সংগঠনকে পুনর্গঠন ও শক্তিশালী করার ধারাবাহিকতায় নীলফামারী জেলা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলীয় আদর্শ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

কমিটি অনুমোদনপত্রে স্বাক্ষর করেন—
সারজিন আরমান, যুগ্ম সম্পাদক (গণযোগাযোগ), জাতীয় নাগরিক পার্টি-এনসিপি
এবং
আখতার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
ঘোষণাপত্রটি জারি হয় ৬ নভেম্বর ২০২৫ ইং তারিখে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top