৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করলেন বিএনপি নেতা আকরামুল হাসান মিন্টু

আব্দুল মাবুদ মাহমুদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধি:

প্রচণ্ড রোদ কিংবা হঠাৎ বৃষ্টি—যে প্রতিকূলতাই হোক, কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়পথকে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পূবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।

অনুষ্ঠানে তিনি বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের হাসি, স্বপ্ন আর উজ্জ্বল আগামী নির্মাণে একটু সহযোগিতা বড় ভূমিকা রাখে। শিক্ষা-পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তি কমাতে এই ক্ষুদ্র উদ্যোগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং অভিভাবকরা। বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা প্রতিকূল আবহাওয়ার মধ্যে স্কুলে আসতে গিয়ে ভোগান্তিতে পড়ে। একটি ছাতা তাদের পড়াশোনায় আগ্রহ ধরে রাখতে সহায়ক হবে।

ছাতা পেয়ে খুশি শিক্ষার্থীরা। অনেকের মুখে ছিল উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার হাসি। অভিভাবকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে একে একে ছাতা তুলে দেন অতিথিরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top