৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় ঐকমত্য কমিশনের ৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ ইচ্ছাকৃত মিথ্যাচার : শফিকুল আলম

নিজস্ব প্রতিনিধি:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ পালিয়ে গেছেন— এমন বিভ্রান্তিকর তথ্য একজন ব্যক্তি ছড়াচ্ছেন। তবে এই টাকার হিসাব কোথা থেকে পাওয়া গেল, সে বিষয়ে তার কোনো ধারণা নেই। তিনি বলেন, “এখন ডাহা মিথ্যা বললে অনেকের জনপ্রিয়তা বেড়ে যায়। জনপ্রিয়তা পাওয়ার জন্যই অনেকে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করছেন।”

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, “বিদেশে টেলিভিশনে যাদের টকশোতে ডাকা হয়, তারা সাধারণত সত্যবাদী ও গ্রহণযোগ্য ব্যক্তি। কিন্তু আমাদের দেশে উল্টো চিত্র দেখা যায়— যারা প্রকাশ্যে মিথ্যা বলেন, তারাই টকশোতে বেশি জায়গা পান। কারণ, তাদের আনলে অনুষ্ঠান গরম হয়, টেলিভিশনের জনপ্রিয়তাও বাড়ে। কিন্তু এর ফলে মিথ্যা তথ্যই জনগণের কাছে ছড়িয়ে পড়ে, যা দেশের জন্য ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “আমরা মাইলস্টোন, সেন্টমার্টিন, উপদেষ্টাদের নাগরিকত্ব, মন্ত্রণালয় এমনকি সেনাবাহিনী নিয়েও অসংখ্য মিথ্যাচার দেখেছি। সমাজে এসব প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top