৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিমানবন্দরে বাটন ফোন চুরির অভিযোগে আনসার সদস্যের চাকরি বাতিল

নিজস্ব প্রতিনিধি:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাটন ফোন চুরির ঘটনায় এক আনসার সদস্য চাকরি হারিয়েছেন। আজ শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ঘটনাটি ঘটে গত বুধবার রাতে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে। বৃহস্পতিবার বিকেলে ৮ নম্বর গেট থেকে জেনারুল নামের ওই আনসার সদস্যকে আটক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ।

আনসারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “৫ নভেম্বর রাতে নাইট শিফটের দায়িত্বে ছিলেন অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলাম। তিনি লোভের বশবর্তী হয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে পোড়া ভবনের ভেতর থেকে ভস্মীভূত দ্রব্যাদি হতে অনৈতিকভাবে কিছু বাটনফোন লুকিয়ে বের করার চেষ্টা করেন, এবং ঘটনাস্থলেই ধরা পড়েন।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “ঘটনার গুরুত্ব বিবেচনা করে বাহিনীর মহাপরিচালকের নির্দেশে সংশ্লিষ্ট আনসার সদস্যকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top