ইমতিয়াজ উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঐক্যবদ্ধ জবিয়ান ও রাইজ আপ ক্লাসের সম্মিলিত উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “Using Technology for Professional Growth” শীর্ষক ক্যারিয়ার ওয়ার্কশপ। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুম এবং মার্কেটিং বিভাগের ৫৫৩ নম্বর কক্ষে দুই সেশনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জি এম এস আহমাদ রেজা এবং সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব।
ওয়ার্কশপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইজ আপ ক্লাসের চেয়ারম্যান জনাব আদনান হোসেন আল আমিন, ম্যানেজিং পার্টনার জনাব আব্দুর রহমান ও জনাব অনিক বিশ্বাস।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, সিইও, ডটবিডি সলিউশন লিমিটেড এবং জনাব মেহেদী হাসান, জনপ্রিয় প্রম্পট ইঞ্জিনিয়ার ও আইটি ট্রেইনার।
ওয়ার্কশপে বক্তারা পেশাগত জীবনে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব, কর্পোরেট যোগাযোগে কৌশল, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের বাস্তবধর্মী দক্ষতা অর্জনের মাধ্যমে প্রতিযোগিতামূলক চাকরি বাজারে নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান।
দুই সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের কর্মশালা তাদের পেশাগত চিন্তাধারায় নতুন অনুপ্রেরণা যোগায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও স্কিল ডেভেলপমেন্টে এমন কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।