মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর -৪ ( গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় এমপি প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়ে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত (৬ ননভেম্বর) বৃহস্পতিবার রাত ১০ টা দিকে আয়োজিত ওই অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাপিলা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী রেজাউল করিম, সাবেক সভাপতি, চাপিলা ইউনিয়ন বি এন পি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গুরুদাসপুর উপজেলা বি এন পি, মোঃ রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি মশিন্দা ইউনিয়ন বি এন পি, মোঃ শামিম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক, চাপিলা ইউনিয়ন বি এন পি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ ও জনসাধারণের উদ্দেশ্যে বিএনপির রুপরেখা তুলে ধরে বক্তব্য রাখেন, নাটোর – ৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ আব্দুল আজিজ।
সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় দোয়া করা হয় ও খাবার প্যাকেট বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।