মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
কথা ছিলো অল্পদিনের মধ্যেই বাড়ী ফিরবে। একটি ভালো মেয়ে দেখে বিয়ে করবে। ৫ বছর আগে বিয়ে দেওয়া বোনের সোনার হাড় কিনে দিবে। বাবাকে ভ্যান চালানো বন্ধ করে দিবে। পরিবারকে নতুন সাজে সজ্জিত করবে। গড়ে তুলবে এক আয়েশি পরিবার। কিন্তু ভিয়েতনামে সড়ক দূর্ঘটনায় এসব ধুলিসাত হয়ে গেছে। না ফেরার দেশে পারি জমিয়েছেন ভিয়েতনাম প্রবাসী বাংলাদেশী যুবক পারভেজ আহমেদ (২৫)।
পারভেজ রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর গ্রামের কিয়ামদ্দিন মন্ডলের পুত্র। ৩ ভাই বোনের মধ্যে সে বড়। তার পিতা একজন ভ্যান চালক। পারভেজ নিজেও ভ্যান চালিয়ে জমানো টাকা দিয়ে এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছে।
এরপর শুরু করে ভাগ্য বদলানোর প্রচেষ্টা। ৪ বছর আগে ঢাকার শেরাটন হোটেলে শ্রমিক হিসেবে কাজ নেয়। এর এক বছর পর শ্রমিক হিসেবে কাজ পায় কুয়েতের একটি প্রতিষ্ঠানে। বৃহস্পতিবার কুয়েতের কর্মস্থল থেকে মোটর বাইকে বাসায় ফেরার সময় ট্রাকের সাথে সংঘর্ষ পারভেজ মারা যায়। শুক্রবার পারভেজের বন্ধু শাকিব মিয়া মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে। এসংবাদ শোনার পর পারভেজের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
পারভেজের পিতা কিয়ামদ্দিন জানান, পারভেজ ছিলো আমার পরিবারে একমাত্র স্বপ্ন।তাকে হারিয়ে আমি পথে বসে গেলাম