মোহাম্মদ সাদেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :
গণঅধিকার পরিষদ ও এনসিপি’র নেতাকর্মীদের হস্তক্ষেপে জাপা মহাসচিব এলাকা ত্যাগে বাধ্য ঢাকার কেরানীগঞ্জে জাতীয় পার্টির (জাপা) কর্মী সভাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে তিনটি রাজনৈতিক দলের—গণঅধিকার পরিষদ (জিওপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটে শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় জাতীয় পার্টির ঢাকা জেলা আহ্বায়ক রমজান মেম্বারের বাড়িতে।
সূত্র জানায়, দুপুর ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় একটি ভবনে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি না পাওয়ায় তা পরিবর্তন করে গোলামবাজারে রমজান ভূঁইয়ার বাড়িতে আয়োজনের প্রস্তুতি নেয়া হয়।
তবে দুপুরে মধ্যাহ্নভোজ চলাকালীন সময়ে এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে জাপা নেতারা কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন। এরপর গণঅধিকার পরিষদ ও এনসিপির নেতাকর্মীরা গোলামবাজার ব্রিজের পাশে অবস্থান নিলে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। অবশেষে জাতীয় পার্টির নেতাকর্মীরা ও মহাসচিব কেরানীগঞ্জ ত্যাগ করতে বাধ্য হন।
এ সময় ঢাকা-৩ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী সাজ্জাদ আল ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক গণঅধিকার ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ঘটনাস্থলে ছুটে আসেন।
সাজ্জাদ আল ইসলাম সাংবাদিকদের বলেন—
“১৬ বছরের ফেসিস্ট আওয়ামী লীগ সরকারকে আন্তর্জাতিকভাবে বৈধতা দিয়ে এসেছে এই জাতীয় পার্টি। তাদের সব অপকর্মের পার্টনার তারা। তারা জাতির সঙ্গে বেইমানি করেছে। তাই বাংলাদেশের মানুষ জাপাকে আওয়ামীদের মতোই প্রত্যাখ্যান করেছে। কেরানীগঞ্জে ফেসিস্টদের দোষরদের ঠাঁই নেই, তাই আজকে জাপা মহাসচিবকে কেরানীগঞ্জ থেকে কিক আউট করা হলো।”
কেরানীগঞ্জে ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।