৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক—বিশ্বরোড, হরিপুর, বটতলা হাট, নতুনহাট, টিকরামপুর, টোলঘর, শান্তিমোড় হয়ে বড় ইন্দারা মোড়ে গিয়ে সমাপ্ত হয়।

উক্ত শোভাযাত্রায় শহরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মোটরসাইকেল আরোহী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জ শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা আমির মাওলানা আবু জার গিফারি, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্করসহ জেলা ও শহর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ বলেন, নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। জনগণের ভালোবাসা ও সমর্থনই এই বিশাল সমাবেশের মাধ্যমে আজ আবারও প্রমাণিত হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top