মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
“দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (০৮ নভেম্বর) সকালে আইডিইবি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বের করা হয় একটি শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় আডিইবি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মেহেদী মিল্লাতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক রায়হান উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান সোহান বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, একটি দেশকে গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন দক্ষ জনশক্তি। তারই ধারাবাহিকতায় আইডিইবির প্রকৌশলীরা দক্ষতা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছে।