৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডিমলায় জমকালো আয়োজনে কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় অনুষ্ঠিত হলো স্থানীয় তরুণ কনটেন্ট নির্মাতাদের জমকালো আয়োজনে, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে কনটেন্ট ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী ডিমলা ফরেস্ট মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা কনটেন্ট ক্রিকেটর আহবায়ক মোহাম্মদ ডাবলু মিয়ার মিয়ার সভাপতিত্বে মিলনমেলা অনুষ্ঠিত হয় সঞ্চালনার দায়িত্ব পালন করেন ডিমলা উপজেলা কনটেন্ট ক্রিয়েটরদের সাধারণ সম্পাদক রকুনুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রোমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন নাগর, সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল,মমিনুর রহমান,নযনুজ্জামান নয়ন, সজীবসহ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তরুণরা।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের তরুণরা ডিজিটাল প্ল্যাটফর্মকে ইতিবাচকভাবে ব্যবহার করে সমাজে পরিবর্তনের ধারা সৃষ্টি করছে। তাদের সৃজনশীলতা, সচেতনতা ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতা দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল করছে।

দিনব্যাপী এই মিলনমেলায় ছিল আলোচনা সভা, অভিজ্ঞতা বিনিময়, কনটেন্ট নির্মাণবিষয়ক কর্মশালা এবং বিনোদনমূলক নানা আয়োজন। তরুণ নির্মাতারা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি একসঙ্গে কাজের সুযোগ নিয়েও আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও আয়োজকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বক্তারা ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে তরুণরা নিজেদের প্রতিভা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তুলতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top