রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:
পাবনা জেলার ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়। আজ শনিবার ৮ নভেম্বর বিকালে ঈশ্বরদীর আলহাজ্ব মোড় থেকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের পুরাতন বাস স্ট্যান্ড ঈশ্বরদী বাজারের ১ নং গেটের সামনে এসে পথসভা জনসভায় রূপ নেয়।
পিন্টু বলেন, হাবিব ভাই মনোনয়ন পাওয়ার পর আমি ফেসবুকে অভিনন্দন জানিয়েছি। আমাদের নেতা কর্মীদের ধৈর্য ধরে দলের সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য অনুরোধ করেছি। কিন্তু চব্বিশ ঘন্টা পার না হতেই আমাদের দলের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় মারধর করেছে। একই সাথে বিভিন্ন জায়গায় দখল করেছে, কলা গাছ সহ ৮ বিঘা পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়াতেই যে অবস্থা। আর যদি মুখে অর্ডার করি তাহলে বুঝতে পারছেন। আমরা নিয়মতান্ত্রিক ভাবে রাজপথে আছি। এটি খসড়া তালিকা, মনোনয়ন পরিবর্তন হবে। তাই নেতা কর্মীদের ধৈর্য ধারণ করার জন্য আমি অনুরোধ করছি।
তিনি আরও বলেন, কেউ বিচলিত হবেন না খসড়া মনোনয়ন পরিবর্তন হবেই। আমাদের কোন নেতাকর্মীর উপর আর একবার যদি আঘাতহানে তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে। যাদেরকে আন্দোলন মিছিল মিটিংয়ে কখনোই পাওয়া যায়নি, তারা আজকে নেতা সেজে বসে আছেন। এই আসনটি পুনরুদ্ধার করতে হলে মনোনয়ন পরিবর্তন করতে হবে। আমি বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা খোঁজ নিয়ে দেখেন ঈশ্বরদীর রাজপথে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে।
ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান ও আটঘরিয়া বিএনপি’র সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল ও পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন জনি।
এ সময় উপস্থিত ছিলেন, গৌরব বিএনপির আবেগ যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুল ইসলাম স্বপন, , বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, আখতারুজ্জামান, আক্কাস মেম্বার, টুটুল সরদার, আবু বকর সিদ্দিক বেল্টু, সৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, মাহমুদুর রহমান সোনামণি, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর ষুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, যুবদল নেতা আক্তার হোসেন নিফা, খোরশেদ আলম দিপু, রিংকু শেখ, পৌর মহিলাদলের নেত্রী শামীমা আক্তার সাথীসহ যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।