ওসমান গনি,বান্দরবান প্রতিনিধি:
অদ্য ০৮ নভেম্বর ২০২৫ ইং তারিখ, সময় ১৬৪০ ঘটিকার সময় রেইচা আর্মি ক্যাম্পের চেকপয়েন্টে দায়িত্বে নিয়োজিত সেনা সদস্যরা নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করাকালীন সাঙ্গু পরিবহনের একটি বাস (নম্বরঃ চট্ট মেট্রো-ব ১১-২০৫৮) থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের যাচাই-বাছাই করেন।
তল্লাশীকালে সেনা সদস্যরা অত্যন্ত দক্ষতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে পলিথিন ব্যাগ, বোতল এবং স্যালাইন ব্যাগে ভর্তি মোট ০৮ লিটার দেশীয় মদ উদ্ধার করেন।
এ সময় ০২ জন মাদক ব্যবসায়ী (স্বামী-স্ত্রী) কে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিবর্গের নাম ও ঠিকানাঃ
মোঃ ইব্রাহিম (৩৪)
পূর্বের নামঃ নয়ন দাশ (নব মুসলমান)
পিতাঃ অরুণ দাস
সাংঃ মালঘর, থানা: পটিয়া, জেলা: চট্টগ্রাম
মোবাইলঃ ০১৬২৫০৬২২৭১
রুনা আক্তার (৩২)
পিতাঃ আবুল খায়ের
স্বামীঃ মোঃ ইব্রাহিম
গ্রামঃ পাথরঘাটা, থানা: কর্ণফুলী, জেলা: চট্টগ্রাম
মোবাইলঃ ০১৮৪০-৮৫৫৭৭৫
সেনা সদস্যদের দৃঢ় মনোভাব, দায়িত্বশীলতা ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত দেশীয় মদ এবং আটককৃত ব্যক্তিবর্গকে বান্দরবান সদর থানার কিলো-১ ডে-তে কর্তব্যরত অফিসার এসআই কৌশিক সরকার এর নিকট যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রেইচা আর্মি ক্যাম্পের এই সফল অভিযান সেনাবাহিনীর সতর্কতা, দক্ষতা, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনকল্যাণ রক্ষায় নিবেদিতপ্রাণ এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।