সৈয়দ শিহাব উদ্দিন মিজান, সিলেট প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অভিনব কৌশলে স্বামী-স্ত্রী সেজে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশের কৌশল নিয়ে শুরু হয়েছে প্রশংসার ঝড়।
শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম স্বপন মিয়া (৩৪), পিতা মৃত আরজু মিয়া। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়।
অভিনব কৌশলে গ্রেফতার অভিযান
অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরাফত আলী। তিনি জানান, “স্বপন মিয়া বহুদিন ধরে পুলিশের নজর এড়িয়ে পলাতক ছিল। পুলিশের উপস্থিতির আভাস পেলেই সে পালিয়ে যেত। তাই আমরা একটি ব্যতিক্রম পদ্ধতি গ্রহণ করি।”
অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নির্দেশে এএসআই শরাফত আলী বোরখা পরে স্ত্রী সেজে এবং সঙ্গে থাকা সহকর্মী মো. রোকন উদ্দিনকে স্বামী সাজিয়ে মোটরসাইকেলযোগে স্বপন মিয়ার বাড়িতে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করতেই দেখা যায়, আসামি ঘরের বিছানায় শুয়ে আছে। কোনো সুযোগ না দিয়েই পুলিশ তাকে গ্রেফতার করে ফেলে।
ওসির প্রশংসা
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আমি ঘটনাটি জানি এবং সংশ্লিষ্ট অফিসারদের প্রশংসা জানাই। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা পুলিশের দায়িত্ব। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, আমাদের পুলিশ সদস্যরা বুদ্ধি ও পেশাদারিত্বের মাধ্যমে তাদের আইনের আওতায় আনবে।”
গ্রেফতারকৃত স্বপন মিয়াকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
জনপ্রশংসা
স্থানীয়দের অনেকে জানান, পুলিশের এই বুদ্ধিদীপ্ত উদ্যোগে তারা অভিভূত। “এ ধরনের অভিনব কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফলতা সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে এনেছে,” বলেন কুঞ্জবন এলাকার এক বাসিন্দা।