১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মৌলভীবাজারে প্রতিকৃতি প্রদর্শন

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতিকৃতি প্রদর্শন করা হয়।

দুই দিনব্যাপী এ প্রতিকৃতি প্রদর্শনীতে ছিল দেশপ্রেম, বিপ্লবের ইতিহাস এবং জাতীয় সংহতির চেতনায় ভরপুর নানা আয়োজন। প্রদর্শনীর সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ চৌধুরী শাহান।

সমাপনী দিনে উপস্থিত ছিলেন মনসুর রহমান মিটু, আলী হুসেন পাপ্পু, বিপ্লব দেব, এবং মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকায় অভিনয় করেন জেলা ছাত্রদলের সিনিয়র নেতা জহির আহমদ। অন্যান্য চরিত্রে ছিলেন অভি, সোহাগ, মাহি, শাওন, নাবিদ, সামছুল, শামিম, সাহেল ও অন্যান্য তরুণ ছাত্রনেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিকৃতি প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মকে ৭ই নভেম্বরের ইতিহাস ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা সম্পর্কে জানানোই ছিল মূল উদ্দেশ্য। তারা বিশ্বাস করেন, এ ধরনের কর্মসূচি দেশের যুবসমাজের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও স্বাধীনতার চেতনা আরও গভীরভাবে ছড়িয়ে দেবে।

মৌলভীবাজার জেলা ছাত্রদল এমন ঐতিহাসিক উদ্যোগের মাধ্যমে জাতির ইতিহাস ও গৌরবকে জীবন্ত করে তুলেছে — যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় আয়োজন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top