১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দীতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর নূরানী মাদ্রাসা ভবনে, “হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ”এর আয়োজনে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর নূরানী মাদ্রাসায় “হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ”এর আয়োজনে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিযোগিতায় বালিয়াকান্দী উপজেলার ১২ টি কওমি হাফেজী মাদ্রাসা থেকে ৪ টি গ্রুপে ১১৪ জন হাভেজ অংশগ্রহন করেন। ক,গ্রুপে অনূর্ধ্ব ১০ বছর, যে কোন ৫ পারা থেকে খ গ্রুপ অনূর্ধ্ব ১২ বছর যে কোন ১০ পারা থেকে, গ গ্রুপ অনূর্ধ্ব ১৫ বছর যে কোন ২০ পারা থেকে, ঘ অনূর্ধ্ব ১৮ বছর ৩০ পারা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা মোট হাফেজদের মধ্য থেকে জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাজবাড়ী ভাজনতালা দাওরায়ে হাদিস মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ আবু তাহের এর সভাপতিত্বে আলোচনা করেন, হাফফাজুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্লা, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, হাফেজ মাওলানা নুর হুসাইন, হাফফাজুল কুরআান ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ নোমানী, সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ্, সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন, বহরপুর নূরানী মাদ্রাসার নায়েবে মুহ্তামিম মুফতি মোহাম্মদ মুফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ন করেন, বহরপুর নূরানী মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মোহাম্মদ ফারুকুজ্জামান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদরাসার হাফেজ শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, হিফ্জুল কুরআন প্রতিযোগিতা কুরআনের প্রতি ভালোবাসা ও অনুশীলনের মনোভাব গড়ে তোলে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top