সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার বিসিক শিল্পনগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও উন্নয়নের লক্ষ্যে সোমবার (১০ নভেম্বর) জেলা প্রশাসক হোসনা আফরোজা ও পুলিশ সুপার মো: জেদান আল মুসা পিপিএম বগুড়ায় বিসিক শিল্পনগরী পরিদর্শন করে শিল্প মালিকদের সাথে মতবিনিময় করেন।
সভায় শিল্পাঞ্চলের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, শ্রমিকদের চলাচল ও শিল্প স্থাপনার সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার শিল্প মালিকদের সমস্যাগুলো শোনেন এবং তা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান মিল্টন, সাধারণ সম্পাদক বাচ্চু শেখ, এছাড়াও উপস্থিত ছিলেন গাজী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গাজী ফাউন্ড্রী, বগুড়া-এর প্রতিনিধি ও সহকারী ব্যবস্থাপক শাহীন আলী, বিসিক জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ এবং শিল্পনগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধি বৃন্দ। সভায় বক্তারা প্রশাসন ও শিল্প মালিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।