১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায়, পিএসএস এর গ্রাহকদের শাক সবজি চাষের প্রশিক্ষন ও বীজ বিতরন

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পল্লী সেবা সংঘ (পিএস‌এস) এর গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষ্যে মহিলা সদস্যদের মাঝে শীতকালীন শাকসবজি চাষের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষন শেষে গ্রাহকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন শাক সবজির বীজ বিতরণ করা হয়।

সোমবার (১০নভেম্বর) দুপুরে পল্লী সেবা সংঘের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ শেষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পিএস‌এস’র সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক।

পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, সমাজসেবা অফিসার মু. অলিউল ইসলাম, সাংবাদিক মোঃ কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দুমকি নতুন বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সহিদ সরদার, পিএসএস এর কোষাধ্যক্ষ অলিউর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা তরুণ হাওলাদার ও কুলসুম আক্তার প্রমুখ।

সুবিধাভোগী মহিলা সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোসা. রিনা বেগম, সাথী আক্তার ও কুলসুম বেগম। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২শতাধিক সদস্যের মধ্যে বিনামূল্যে লাল শাক, পুঁই শাক, বরবটি, কলমি ও মুলার বীজ বিতরণ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top