মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুমিল্লা জেলা শাখার আওতাধীন মুরাদনগর উপজেলা আংশিক কমিটির আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (১০ নভেম্বর ২০২৫) সংগঠনটির সভাপতি সৈয়দ আজহারুল আমিন ও সাধারণ সম্পাদক এস. এন. রাসেল স্বাক্ষরিত পৃথক দুইটি প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আভ্যন্তরীণ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সানবির আহমেদ মহসিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ।
সিনিয়র সহ-সভাপতি জিসান আহমেদ, সহ-সভাপতি আরিফিন শুভ, সুমন সরকার ও জাফরুল্লাহ ভূইয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন যোবারের সাদি, ফয়সাল মাহমুদ আয়ান ও লাদেন মৃধা।
সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম। দ্বিতীয় প্রেস বিজ্ঞপ্তিতে আরও কিছু পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মুন্সি ও তানভীর, অর্থ সম্পাদক আবু বকর, দপ্তর সম্পাদক কাওছার যোসেফ প্রচার সম্পাদক সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাজরুল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রেহানুর রহমান প্রান্ত, এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাসিম। কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে রিফাত, তুহিন ও ইব্রাহিমকে।
নবগঠিত কমিটির অনুমোদনপত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন,ছাত্র অধিকার পরিষদ সর্বদা ছাত্র সমাজের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। নবগঠিত মুরাদনগর উপজেলা কমিটি এলাকার শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।