১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকা-৯ আসনে নির্বাচন করতে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন ডা. তাসনিম জারা

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

পরে মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি নিজেই প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও তার ফেসবুক পোস্টে বিষয়টি উল্লেখ করেন। ডা. তাসনিম জারা বলেন, “আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি।

দলের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে, ১৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আমি সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।”

জানা গেছে, ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত, যার মধ্যে সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা অন্তর্ভুক্ত। আসনটিতে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই আসনে কবির আহমদকে মনোনয়ন দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top