১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে সরকার দায় নেবে: ড. খন্দকার মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়াদির বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দল তা মানতে বাধ্য থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকার যদি ঐকমত্য সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নেয়, তার সম্পূর্ণ দায়ভার সরকারের ওপরই বর্তাবে। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ড. মোশাররফ বলেন, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই, জুলাই জাতীয় সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না।” তিনি আরও বলেন, “এমন কিছু ঘটলে এর পূর্ণ দায় সরকারের ওপর বর্তাবে।

এ বিষয়ে আমরা সরকারকে সতর্ক পদক্ষেপ নিতে আহ্বান জানাই।” তিনি জানান, সোমবার (১০ নভেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভায় আলোচনার ভিত্তিতে একটি প্রস্তাব গৃহীত হয় এবং আজকের সংবাদ সম্মেলনে সেটি প্রকাশ করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রায় এক বছরব্যাপী আলোচনার ভিত্তিতে কিছু নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই সনদ গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ সনদের বাইরে বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছেন, যা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top