১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান: এক লক্ষ কাঁচা ইট ধ্বংস

মো. হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইট উৎপাদনের অভিযোগে একটি ইটভাটার প্রায় এক লাখ কাঁচা ইট ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি দীঘিনালা ইউনিয়নের পুলিন হেডম্যান পাড়ায় অবস্থিত ‘আল্লার দান’ ইটভাটায় গিয়ে অবৈধভাবে তৈরি ইটগুলো ধ্বংসের নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “হাইকোর্টের নির্দেশনা এবং পরিবেশ অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী তিন মাস আগে নোটিশ প্রদান করা হয়েছিল যে পার্বত্য অঞ্চলে ইটভাটা স্থাপন ও ইট উৎপাদন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরও ‘আল্লার দান’ ইটভাটা গোপনে ইট উৎপাদন চালিয়ে আসছিল। তাই আজ অভিযান চালিয়ে প্রায় এক লাখ কাঁচা ও আধা-শুকনা ইট ধ্বংস করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top