১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালাতে হবে: সম্মিলিত ছাত্র সংসদ

নিজস্ব প্রতিনিধি:

রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গঠন ও সরকারের কঠোর অবস্থান দাবি করেছে সম্মিলিত ছাত্র সংসদ—ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চার ছাত্র সংসদের ভিপিরা বলেন, ছাত্র-জনতা ও শ্রমিকসহ মুক্তিকামী জনগণ দীর্ঘ আঠারো বছরের দুঃসহ ফ্যাসিবাদী শাসন থেকে ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে দেশকে মুক্ত করেছে এবং সেসময় অর্জিত এই নতুন স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের মৌলিক কর্তব্য।

বিবৃতিতে জানানো হয়, বিতাড়িত ফ্যাসিস্ট, গণহত্যাকারী ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসররা দেশ ও জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং লগি–বৈঠার তাণ্ডব, দশকের পর দশক ধরে গুম–খুন, গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে তাঁরা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে।

তাদের দাবি—ফ্যাসিস্ট ও সন্ত্রাসী গোষ্ঠীর সহস্র নগ্ন ষড়যন্ত্র, চোরাগোপ্তা হামলা, অগ্নিকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও ধর্মীয় উপাসনালয়ে হামলার প্ররোচনার দিকগুলো স্পষ্ট হলেও সন্ত্রাসীদের মূলোৎপাটনে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সন্তোষজনক নয়, তাই সরকারের প্রতি জোর দাবি করা হচ্ছে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আওয়ামী সন্ত্রাসীদের শেকড় সমূলে উচ্ছেদ করা হোক।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জুলাই সনদের আইনি ভিত্তি প্রণয়ন ও গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে পতিত স্বৈরাচারী জোট ও তাদের দোসররা ইতোমধ্যেই অরাজকতা সৃষ্টির অপতৎপরতা শুরু করেছে, ফলে জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনা জরুরি; চিন্তার জায়গা হিসেবে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে জুলাই গণহত্যায় জড়িত সন্ত্রাসীরা এখনও নির্বিঘ্নে ঘোরাফেরা করছে—অতএব আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নিয়মিত টহল জোরদার, দেশব্যাপী চিরুনি অভিযান পরিচালনা ও সন্ত্রাসীদের ধরিয়ে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

শেষাংশে সম্মিলিত ছাত্র সংসদগুলো দলমত নির্বিশেষে সকল দেশপ্রেমিক নাগরিক, ছাত্র-জনতা ও শ্রমিকসহ সমাজের সব স্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণহত্যাকারী ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্তিশালী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এবং দেশের যে প্রান্তেই এসব নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা পাওয়া যাবে সেখানেই তাদের প্রতিরোধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়ার অনুরোধ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top