১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে দেশের সর্বোবৃহৎ জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এরইমধ্যে দলীয় নেতাদের মধ্যে ধানের শীষের মনোনয়ন ঘোষনা করছে। রাজবাড়ী – ২ আসনে এখনও মনোনয়ন ঘোষনা করা হয়নি। এপ্রেক্ষিতে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তারেক জিয়া পরিষদের এক নেতা। সেখানে উৎসুক সাধারণ মানুষ তাকে দেখতে ভীড় জমিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে তিনি পাংশা পৌরশহরের হযরত শাহজুঁই (রহ:) মাজার শরীফের সামনে এ অনশন শুরু করেছেন।

অনশনকারী রিয়াজুল ইসলাম রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের ঢেঁকিপাড়া গ্রামের উকিল প্রামানিকের ছেলে। স্থানীয়ভাবে তিনি বিএনপি ও তার অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

অনশনস্থলে রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করেছেন। কিন্তু রাজবাড়ী-২ আসনে এখনো মনোনয়ন ঘোষণা করেন নাই। তিনি এ আসনে কোন জোটের প্রার্থী নয় গত ১৭ বছর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ কাজ করেছেন। ছিলেন নেতাকর্মীদের পাশে। সাবেক এমপি নাসিরুল হক সাবু অসুস্থ হলেও তিনি যোগ্য প্রার্থী। এ কারণে ধানের শীষের বিএনপির প্রার্থী ঘোষণার জন্য মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

তার দাবি, রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে প্রার্থী ঘোষণা না দেওয়া পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top