১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো ‘ডেথ নক’

তনিয়া আক্তার, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া হায়দার থিয়েটার ল্যাব-এ মঞ্চস্থ হয়েছে নাটক ‘ডেথ নক’।
নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষার্থী মো. শাহিন আলম।

নাটকটি মূলত মৃত্যুর অনিবার্যতা, সময়ের অনিশ্চয়তা এবং মানুষের অস্তিত্ববোধকে কেন্দ্র করে নির্মিত একটি প্রতীকধর্মী প্রযোজনা। রহস্যময় এক আগন্তুকের আগমনকে কেন্দ্র করে মানুষের অন্তর্গত ভয়, অপরাধবোধ ও জীবনের শেষপ্রান্তে এসে নিজের সত্তাকে খুঁজে পাওয়ার চেষ্টাই নাটকটির মূল বিষয়বস্তু।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।

নির্দেশক মো. শাহিন আলম বলেন —

“ডেথ নক আমার কাছে শুধু একটি নাটক নয়, এটি এক আত্মসমালোচনার যাত্রা। আমরা প্রতিদিন জীবন নিয়ে যত ব্যস্ত হয়ে পড়ি, ততই ভুলে যাই মৃত্যুর অবশ্যম্ভাবিতা ও তার গভীর অর্থকে। এই নাটকের মাধ্যমে আমি চেষ্টা করেছি দর্শককে সেই অজানা মুহূর্তের সামনে দাঁড় করাতে, যেখানে জীবন, সময় আর মৃত্যু—তিনটি রেখা এক বিন্দুতে এসে মিলিত হয়।

আমার সহশিল্পী, দলীয় সদস্য ও দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ—তাদের ভালোবাসা ও অংশগ্রহণই এই প্রযোজনাকে জীবন্ত করে তুলেছে।

নাটকটি আমাদের মনে করিয়ে দেয়—প্রত্যেক ‘নক’ই হয়তো শেষ নয়, বরং নতুন কোনো উপলব্ধির দরজা খোলার আহ্বান।”

এই প্রযোজনার মাধ্যমে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা প্রমাণ করেছে—সৃজনশীলতা, মঞ্চনির্মাণ ও ভাবধারার দিক থেকে তারা দেশের নাট্যচর্চায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top