১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম উত্তর জেলার নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম উত্তর জেলা শাখার ২০২৫-২০২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১০ নভেম্বর (সোমবার) হাটহাজারী পৌরসভার হোটেল আল জামানে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন দলের কেন্দ্রীয় মহাসচিব মুফতি মুছা বিন ইযহার।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি মুহাম্মদ আলী কাসেমী এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মাওলানা আজগর সালেহী। মোট ৪১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হয়েছেন জেলার বিভিন্ন অঞ্চলের শীর্ষ আলেম, শিক্ষক ও সমাজসেবকগণ।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা কারি মোহাম্মদ ইসা, হাফেজ মাওলানা জাফর সাদেক, মুফতি হাবিবুল্লাহ রব্বানী, মাওলানা আব্দুচ ছালাম মাদার্শাহী, মাওলানা আবু তালেব ভূজপুরী, মাওলানা মুনছুর বিন কাদের, মাওলানা ইফাজুর রহমান আফাজ, মাওলানা আজিজুল হক আরমান ও হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন ও মাওলানা ইরফান রহমানী। সহ সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আবুল বশর ও মাওলানা আব্দুল আজিজ।

সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ কাউছার, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব। অর্থ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম। প্রচার সম্পাদক হাফেজ মাওলানা এরশাদুল্লাহ, সহ প্রচার সম্পাদক মাওলানা জামাল উদ্দিন। দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মনসুরুল হক মাদার্শাহী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা রফিক আহমদ রামগড়ী, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা শোয়াইব সোলায়মানী এবং দফতর সম্পাদক নাসির উদ্দীন।

এ ছাড়া প্রশিক্ষণ সম্পাদক মুফতি আতাউল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা ইলিয়াস মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আদিল ফারুকী, কৃষি ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ফয়সাল বিন দিদার, শ্রম ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ফয়সাল মাহমুদ এবং মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন আজিজী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সদস্যরা হলেন হাফেজ মাওলানা জাকারিয়া খালেদ, মাওলানা রফিকুল ইসলাম, মুহাম্মদ আবু ছায়েম, মুফতি আমিনুল ইসলাম, মাওলানা রাসেল, কারি আব্দুল মান্নান, মাওলানা খুরশিদ আলম, মাওলানা নূর রহমান, মাওলানা ইমরুল হাসান, মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা এনায়েতুল্লাহ ও মাওলানা আরাফাত প্রমুখ।

আলোচনা পর্ব শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নেজামে ইসলাম পার্টির ঐতিহ্য, আদর্শ ও ইসলামভিত্তিক রাজনীতির ধারা অব্যাহত রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top