জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিএসসি ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রীর সেশন:২০১৯-২০, সেকশন-এ শিক্ষার্থীদের ইন্ট্রানশীপ ওরিয়েন্টেশন-২০২৪ এবং সার্জিক্যাল কিট বক্স বিতরণী অনুষ্ঠান, ১১ নভেম্বর সকাল ১০ টায় অনুষদীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম দাপ্তরিক কাজে ঢাকা থাকায় অনুষ্ঠানে উপস্হিত থাকতে পারেননি। তবে এক বার্তায় তিনি ইন্ট্রার্ন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিখি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য এবং বেসিক সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন অর রশিদ।তিনি বক্তৃতায় শিক্ষার্থীদেরকে ইন্ট্রানীর সময়টা ভালভাবে কাজে লাগানোর পাশাপাশি তাদেরকে ব্যাবহারিক জ্ঞানে সমৃদ্ব হওয়ার আহবান জানিয়েছেন।
সভাপতিত্ব করেন অনুষদীয় ডিন এবং ইন্ট্রানশীপ কমিটির আহবায়ক প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন এনাটমি এন্ড হিষ্টোলজী বিভাগের চেয়ারম্যন প্রফেসর ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগম, ইন্ট্রানশীপ কমিটির সদস্য প্রফেসর ড. আলী আজগর, মাইক্রোবায়োজী এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যন এবং ইন্ট্রানশীপ কমিটির সদস্য প্রফেসর ড. একেএম মোস্তফা আনোয়ার,শিক্ষার্থীদের মধ্যে আল জাবের, হুমায়রা জাহান দিশা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্ট্রানশীপ কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ সেলিম আহাম্মদ।