১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

তনিয়া আক্তার, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত ক্বেরাত, হামদ্-নাত ও রচনা প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কর্তৃক আয়োজিত মাননীয় উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে ১২ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার বিকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) শুধু মুসলমানদের জন্যই নয়, বরং তিনি সারা বিশ্বের জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য এক আদর্শ হয়ে আছেন। মুসলমানরা মধ্যম পন্থা অবলম্বন করেন আর মধ্যম পন্থার নেতা হলেন মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)।’ মাওলানা কামাল উদ্দিন জাকিরের উদ্ধৃতি দিয়ে মাননীয় উপাচার্য বলেন, ‘আল্লাহর ডাক অবিরত চলতেই থাকে। এক্ষেত্রে বিশ্বের এক জায়গায় আযান শেষ হলে অন্য জায়গায় শুরু হতে থাকে।’
বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রকার এক্সট্রা কারিকুলার অনুষ্ঠিত হয় যা খুবই ইতিবাচক দিক উল্লেখ করে মাননীয় উপাচার্য বলেন, ‘এই ইসলামী প্রতিযোগিতার মধ্য দিয়ে সবাইকে জাগ্রত ও অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়েছে। জীবন ও যৌবনের জন্য প্রয়োজনীয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কিছু সংখ্যক হলেও অনুপ্রাণিত হয়েছে। এমন সুন্দর প্রতিযোগিতা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবিরসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন পুরস্কার বিজয়ী তাহমিনা আবেদীন এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন অরুপ চৌধুরী রুদ্র।
অনুষ্ঠানে ক্বেরাত, হামদ্-নাত ও রচনা প্রতিযোগিতা ২০২৫ এ বিজয়ী মোট ১৭ জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। উল্লেখ্য গত ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top