১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে নিবন্ধন বিহীন বীজ বিক্রয়ের অপরাধে ৪ বীজ ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অনুমোদন বিহীন ও মেয়াদোত্তীর্ণ ভেজাল বীজ বিক্রির অভিযোগে ৪ বীজ ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর ) দুপুরে পাটগ্রাম উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। পাটগ্রাম উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট উত্তম কুমার দাস ৪ ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করেন।

পাটগ্রাম কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম আমার বাংলাদেশ সাংবাদিক কে বলেন, গোপন সূত্রে কৃষকদের কাছ থেকে অভিযোগ আসে যে কিছু ব্যবসায়ী দোকানে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের বীজ বিক্রি করছে। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে একাধিক বীজ দোকান পরিদর্শন করে নিয়ম না মানা দোকানে নিবন্ধন বিহীন বীজ বিক্রয় ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে চারটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—

১. সুমন ট্রেডার্স, ললিতারহাট বাজার, কুচলিবাড়ি — জরিমানা: ১০ হাজার টাকা ২ / মেসার্স কাজল ট্রেডার্স, প্রোঃ মহিফজুল ইসলাম, ললিতারহাট বাজার : ৫ হাজার টাকা ৩/ মেসার্স মাহবুব ট্রেডার্স, প্রোঃ মাহবুব হোসেন, ললিতারহাট বাজার: ৫ হাজার টাকা ৪./মেসার্স হালিম ট্রেডার্স, প্রোঃ সেলিম হোসেন, বাউরা বাজার — জরিমানা: ১০ হাজার টাকা।

এ ব্যপারে অভিযান পরিচালনাকারী পাটগ্রাম উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় বাজারে প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে। অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির মাধ্যমে কৃষকদের ক্ষতি করা হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি সকল ব্যবসায়ীদের জানিয়ে দেন।

তিনি আরও জানান, কৃষির উৎপাদন ও মানোন্নয়নের স্বার্থে বীজ সংরক্ষণ, বিপণন ও বিক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

উক্ত অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় পুলিশ সদস্যরা সহায়তা প্রদান করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top