১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ, জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি নিশ্চিত করতে বহুল কাঙ্ক্ষিত সরকারি আদেশ আজ জারি হতে যাচ্ছে। দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সনদ বাস্তবায়ন বিষয়ে ব্যাখ্যাসহ সুনির্দিষ্ট ঘোষণা দেবেন এবং এরপরই এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা হবে।

এর আগে বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই আদেশটি পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এই আদেশের ভিত্তিতেই একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা হবে এবং দলগুলোর মধ্যে বিরাজমান মতবিরোধ মেটাতে আদেশে একধরনের ভারসাম্য আনার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে সনদ বাস্তবায়ন প্রশ্নে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত থাকায় বিএনপি ও জামায়াতপন্থী আটটি ইসলামি দল রোববার পর্যন্ত আলটিমেটাম দিয়ে জানিয়েছে, দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু হবে।

একইসঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। সরকার বড় দুই রাজনৈতিক পক্ষের দাবি সামঞ্জস্যপূর্ণভাবে বিবেচনায় নিতে কয়েকটি প্রস্তাব চূড়ান্ত করেছে বলে জানা গেছে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন, গণভোটে জুলাই সনদের প্রস্তাবের ওপর কোনো নোট অব ডিসেন্ট না রাখা এবং ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী সনদ বাস্তবায়নের ২৭০ দিনের বাধ্যবাধকতা তুলে দেওয়া।

তবে আগামী সংসদের জন্য সরকার একটি বিল প্রণয়ন করবে এবং গণভোটের ব্যালটে একাধিক প্রশ্ন রাখা হতে পারে। উল্লেখ্য, ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নে সরকারের কাছে সুপারিশ জমা দেয়, যার পর বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বিরোধ তীব্র রূপ নেয়।

পরিস্থিতি মোকাবেলায় ৩ নভেম্বর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠক ডাকা হলেও দলগুলো সিদ্ধান্তে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। সূত্র জানায়, সনদ নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে শুরুতে মতবিরোধ থাকায় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার ওপরই ন্যস্ত হয়।

কমিশন রাষ্ট্র সংস্কারে ৮৪টি প্রস্তাব দেয়, যার মধ্যে ৯টি নির্বাহী আদেশে, ২৭টি অধ্যাদেশ জারির মাধ্যমে এবং ৪৮টি সংবিধান সংশোধনের মাধ্যমে গণভোটে বাস্তবায়নের কথা বলা হয়েছে।

সনদ বাস্তবায়নে প্রস্তাবিত সরকারি আদেশের নাম হবে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’, যা গণভোটের ভিত্তি নির্ধারণ করবে। এদিকে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে ষষ্ঠবার জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন ড. ইউনূস; পূর্ববর্তী পাঁচ ভাষণে তিনি নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top