মোঃ হাসান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায়। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা জুড়ে স্বাভাবিক রয়েছে জনজীবন।
দীঘিনালার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, প্রতিদিনের মতোই চলছে যানবাহন চলাচল, ব্যবসা-বাণিজ্য ও অফিস-আদালতের কার্যক্রম। কাজের প্রয়োজনে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। কোথাও কোনো ঝামেলা, মিছিল বা সমাবেশের খবর পাওয়া যায়নি।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “আমরা প্রতিদিনের মতো কাজকর্মে বের হয়েছি। কোনো আতঙ্ক নেই, সবকিছুই স্বাভাবিকভাবে চলছে।”
প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।