১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি:

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট নেওয়া হবে।

ভাষণটি বিটিভি, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করে। প্রধান উপদেষ্টা জানান, গণভোটে চারটি বিষয়ে একত্রে হ্যাঁ/না ভোট হবে।

গত ২৭ অক্টোবর জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশ জমা দেয়; গণভোটের দিনক্ষণ ও নোট অব ডিসেন্ট ব্যালট পেপারে না রাখার কারণে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দল বিপরীত অবস্থানে ছিল।

পরে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানালেও তারা সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ চূড়ান্ত করা হয় এবং এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সই করেন।

এরপর জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত জানান। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের সভাপতিত্ব করেন ড. মুহম্মদ ইউনূস।

উল্লেখ্য, ঐকমত্য কমিশন তাদের সুপারিশে দুইটি বিকল্প পথ দেয়; প্রথমটিতে বলা হয়, সনদের সংবিধান-সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে গণভোট হতে হবে এবং প্রস্তাব পাস হলে নতুন সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে—ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

দ্বিতীয় বিকল্পে একই সময়সীমার কথা বলা হলেও ব্যর্থ হলে করণীয় উল্লেখ ছিল না। রাজনৈতিক দলগুলো আগে থেকেই বিষয়টি নিয়ে মতবিরোধে থাকায় সরকার সিদ্ধান্ত নিজ হাতে নেয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top