এম,এম,রহমান,উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়া বাজার বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২নভেম্বর )রাত এগারোটা চল্লিশ মিনিটের সময় গুটিয়া ইউনিয়ন গুটিয়া বাজার বিএনপির পার্টি অফিসের কার্যালয় কে বা কারা অজ্ঞাত নামা ব্যক্তিরা উক্ত পার্টি অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়।
আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও অন্যান্য দোকানদাররা আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা জানান নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশে তাদের অনুসারীরা এ আগুন দিয়েছে বলে অভিযোগ করেন। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন।
পুলিশ জানান অগ্নিকাণ্ডে পার্টি অফিসের কয়েকটি চেয়ার ও টেবিল আগুনে পুরে ক্ষতিগ্রস্ত হয়। উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফারুক হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুঠিয়া ইউনিয়ন বন্দর বিএনপির পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বরিশাল ২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান।