এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:
নবাগত পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ মোশারফ হোসেন এর সাথে ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) পরশুরাম প্রেসক্লাবের সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ
নবাগত পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন আমি পরশুরামকে আধুনিক পরশুরামে রূপান্তর করতে চাই।
পরশুরামের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চাই,এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।এছাড়াও তিনি আরো বলেন পরশুরাম একটি সুন্দর উপজেলা, আমি এই উপজেলার মানুষের জন্য সুনামের সাথে কাজ করতে চাই।
এক্ষেত্রে তিনি সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক, ব্যক্তিবর্গের সহযোগিতা চেয়েছেন।
গত ১১ নভেম্বর (মঙ্গলবার) তিনি আনুষ্ঠানিকভাবে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও (নির্বাহী ম্যাজিস্ট্রেট) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নির্বাহী অফিসার ও (নির্বাহী ম্যাজিস্ট্রেট) হিসেবে সুনামের শহীদ দায়িত্ব পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন পরশুরাম প্রেসক্লাবের সভাপতি, এম এ হাসান, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, সহ সভাপতি সবির আহমেদ ফোরকান, সহ সম্পাদক, আজমির হোসেন মিশু, কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, ক্রীড়া সম্পাদক মোঃ ইব্রাহীম, সদস্য ইয়াকুব নবীর রিয়াজ, সদস্য এম এ করিম ভুঁইয়া প্রমুখ।